fbpx
বাংলাদেশআওয়ামী লীগনির্বাচনপ্রধানমন্ত্রীরাজনীতিসরকার

আওয়ামী লীগ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছে: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। তাদের এই দেশে রাজনীতি করার কোন অধিকার নেই। তাদের দোসর যুদ্ধাপরাধী দল জামায়াত এই দেশে কোন নির্বাচন চায় না। তাই তারা নির্বাচন বানচাল করতে চায়। শুক্রবার বরিশালে ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগ আয়োজনে নির্বাচনী জনসভায় শেখ হাসিনা এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় দেশকে সন্ত্রাস দুর্নীতি ও জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিণত করেছিল। আওয়ামী লীগ ক্ষমতা এসে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে।

তিনি আরও বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল বাংলাদেশের জন্য ছিল অন্ধকারের যুগ। বরিশালে আওয়ামী লীগের নেতা কর্মীসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন করা হয়েছিলো। বিএনপি হলো আগুন সন্ত্রাসী দল। তাদের আগুন থেকে নারী শিশু কেউ রক্ষা পায় না।

জনসভায় আওয়ামী লীগ সরকারের উন্নয়নের নানা পদক্ষেপ তুলে ধরে শেখ হাসিনা বলেন, আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি। আমরা শিক্ষার দিকে নজর দিয়েছি, বিশেষ প্রণোদনা দিয়েছি। বাংলাদেশের প্রতিটি মানুষ আওয়ামী লীগ সরকারের উন্নয়নের সুফল পেয়েছে, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।এ সময় বরিশালে মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দেয়ার প্রতিশ্রুতি দেন শেখ হাসিনা।

তিনি বলেন, আগামীতে ক্ষমতা আসলে ভাঙ্গা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত ৬ লেনের রাস্তা নির্মাণ করা হবে।

আগামী ৭ই জানুয়ারি নৌকায় মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহবান জানান শেখ হাসিনা।

সংশ্লিষ্ট খবর

Back to top button