fbpx
বাংলাদেশআওয়ামী লীগনির্বাচনপ্রধানমন্ত্রীরাজনীতিসরকার

৭ জানুয়ারি জনগণই সবকিছুর জবাব দেবে: প্রধানমন্ত্রী

২০৪১ সাল নাগাদ উন্নত বিশ্বের সাথে তাল মেলাতে দেশের সবকিছুই স্মার্ট হিসেবে রুপান্তর করা হবে- বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, সেই লক্ষ্য নিয়ে নতুন প্রজন্মকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে। বিকেলে মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারের হাত ধরেই বাংলাদেশ বিশ্বের কাছে নতুনভাবে পরিচিতি পেয়েছে। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ, বিশ্বে রোল মডেল। এছাড়া আগামী দিনের বাংলাদেশ বিশ্ব অর্থনীতির শক্তিশালী অংশীদার হবে, বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশের এতো উন্নয়ন হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button