fbpx
বাংলাদেশনির্বাচন

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না: ইসি আনিছুর

কোনোভাবেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান। এজন্য প্রশাসনকে সততা ও নিষ্ঠা নিয়ে কাজ করতে হবে বলেও জানান তিনি। মঙ্গলবার আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

আনিছুর রহমান বলেন, এবার নির্বাচন অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য করতে আমরা ব্যর্থ হলে রাষ্ট্রই ব্যর্থ হয়ে যাবে। দেশ সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কোনোভাবেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না। প্রশাসনে রদবদল নিয়ে আনিছুর রহমান বলেন, রদবদল হয়েছে অনেক, প্রয়োজন ছিল বলেই করা হয়েছে।

তিনি বলেন, কমিশনের একটাই নির্দেশনা-অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন। কিছু সমমনা দল নির্বাচন প্রতিহতের ঘোষণা দিচ্ছে। অন্য যেকোনো নির্বাচনের তুলনায় এবার সহিংসতা কম হয়েছে। আশা করি, ২০১৪ সালে যে ব্যাপক সহিংসতা ও জানমালের ক্ষতি হয়েছিল এবার তা হবে না বলেও জানান আনিছুর রহমান।

সংশ্লিষ্ট খবর

Back to top button