fbpx
বাংলাদেশঅপরাধনির্বাচন

নির্বাচন ঘিরে কোনো ধরনের নাশকতার চেষ্টা করলে ফল ভালো হবে না: আইজিপি

নির্বাচন ঘিরে কোনো ধরনের নাশকতার চেষ্টা করলে ফল ভালো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

দুপুরে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। উৎসবমুখর পরিবেশে নির্বাচন উপহার দেওয়ার জন্য পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে। এছাড়া সারাদেশের ৪২ হাজার ২৫টি ভোটকেন্দ্র নিরাপদ রাখতে কাজ করার কথাও জানান আইজিপি।

এদিকে,নির্বাচনের বাকি আর দুদিন। এর আগেই সারা দেশে নির্বাচনী অপরাধ দমনে মাঠে নেমেছেন ৬৫৩ জন ম্যাজিস্ট্রেট।

সংশ্লিষ্ট খবর

Back to top button