বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) ক্রিকেট টুর্নামেন্টে আজকের চূড়ান্ত খেলায় ডমিনেটর্স চ্যাম্পিয়ন ও এভারগ্রিন দল রানার্স আপ হয়েছে।
শনিবার সকালে পল্টন ময়দান মাঠে ক্রিকেট খেলার উদ্বোধন করেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল। ক্র্যাব সাধারণ সম্পাদক মামুনূর রশীদের সঞ্চলানায় ছিলেন অতিথি হিসেবে ছিলেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার কমান্ডার খন্দকার আল মঈন। তিনি খেলা শেষে বিজয়ী ও বিজিতদের হাতে ট্রফি তুলে দেন।
অনুষ্ঠিত খেলায় চ্যাম্পিয়ন ডমিনেটর্সের সাব্বির আহমেদ ম্যান অফ দ্যা ম্যাচ ও ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হয়েছেন। এবারের প্রতিযোগিতায় অংশ নেয়া টিমগুলো হল – এফবি আই, টুডেস ক্রাইম টপ টেনজ, ইন্টারপোল, সাদা দল, এভারগ্রীন, টিম রাডার, ডমিনেটর্স, টিম অলরাউন্ডার, ক্র্যাব ক্র্যাকার্স ও র্যাবেল স্টার।
খেলার সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন ক্র্যাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবু জাফর।