রাজনীতিআওয়ামী লীগনির্বাচন
এ দেশে ভালো নির্বাচনের প্রক্রিয়া শেখ হাসিনা চালু করেছেন: ওবায়দুল কাদের

এ দেশে ভালো নির্বাচনের প্রক্রিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা চালু করেছেন। বিশ্বের বহুদেশ নির্বাচিত সরকারকে নিয়ে প্রশংসা করছে- বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিকেলে, রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মহানগর ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের যৌথসভায় তিনি একথা বলেন।
এসময় ওবায়দুল কাদের বলেন, এবারের নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন দৃষ্টান্ত রেখেছেন। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে। বিরোধী দল নির্বাচন বয়কট করায় নতুন রণকৌশল নিতে হয়েছে।