বাংলার মাটিতেই ষড়যন্ত্রকারীদের কবর রচিত হবে : শিক্ষামন্ত্রী
৭১-এর পরাজিত শক্তি ও তাদের বিদেশি প্রভুরা অতীতে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এখনো করছে এবং ভবিষ্যতেও করবে। এই ষড়যন্ত্র বারবার ব্যর্থ হয়েছে এবং বাংলার মাটিতেই ষড়যন্ত্রকারীদের কবর রচিত হবে বলে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। শনিবার চট্টগ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতাদের কবর জিয়ারতের পর তিনি এসব কথা বলেন।
এরআগে তিনি প্রয়াত এম. এ আজিজ, জহুর আহমেদ চৌধুরী, এম. এ হান্নান, আতাউর রহমান খাঁন কায়সার, ইসহাক মিয়া, এম. এ মান্নান, এ. বি. এম মহিউদ্দিন চৌধুরী, কাজী ইনামুল হক দানুর কবর জিয়ারত শেষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
জিয়ারত শেষে শিক্ষামন্ত্রী উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, চট্টগ্রামের আওয়ামী লীগের প্রয়াত শ্রদ্ধাভাজন নেতারা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে জীবনের ঝুঁকি নিয়েছেন। তারা কোনোদিন অন্যায় ও অসত্যকে পরোয়া করেননি এবং প্রতিকূল সময়েও পরাভব মানেননি।