fbpx
অন্যান্য

অভিনেতা আহমেদ রুবেল মারা গেছেন

বাংলাদেশী থিয়েটার, টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেতা আহমেদ রেজা রুবেল (৫৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। বুধবার সন্ধ্যায় পেয়ারার সুবাস সিনেমার বিশেষ প্রদর্শনীতেই যোগ দিতে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে লিফটে উঠার সময় হুট করে মাথা ঘুরে পড়ে যান । পরে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন গুণী এই অভিনেতা। চাঁপাইনবাবগঞ্জ জন্ম নিলেও  ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন ঢাকা শহরে, ঢাকার গাজীপুরে পরিবারের সঙ্গে   স্থায়ীভাবে বসবাস করতেন তিনি। সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ দলের মাধ্যমে কর্মজীবন শুরু করেন । পরবর্তীতে বাণিজ্যিক সিনেমাসহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। সিনেমায় অভিনয়ের পর টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন তিনি।

হুমায়ূন আহমেদের ঈদ নাটক ‘পোকা’তে গোরা মজিদ চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা পান আহমেদ রেজা রুবেল। এছাড়াও বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র শ্যামল ছায়া সিনেমায় এই অভিনেতার অভিনয় দর্শকপ্রিয়তা লাভ করে।

এন আর / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button