বাংলাদেশ

ড. ইউনূসের জামিনের মেয়াদ বাড়ল

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসসহ চার জনের জামিনের মেয়াদ বাড়িয়েছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। রোববার এ তথ্য নিশ্চিত করেছে তার আইনজীবী।

তিনি জানান, জামিনের মেয়াদ কতদিন হবে সে বিষয়ে আদালত পরে জানাবেন। পরবর্তী আপিল শুনানি ১৬ এপ্রিল ঠিক করেছেন আদালত। এক মাসের জামিনের মেয়াদ শেষ হওয়ার পর তারা শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে ওই আবেদন করেন।

ডক্টর ইউনুস মনে করেন তিনি আদালতে ন্যায়বিচার পাবেন। এখানকার কার্যক্রম শেষ করে দুদকের মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইতে নিম্ন আদালতে যাচ্ছেন ডক্টর ইউনূস। শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগে ওই মামলা করে দুদক।

২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় গত ৩০ জানুয়ারি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে দুদক। যা ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে উপস্থাপন করা হবে আগামীকাল। অভিযোগপত্রে ড. ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আবেদন করা হয়েছে।

গত ১ জানুয়ারি ড. ইউনূসসহ চারজনকে ছয় মাস করে কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় শ্রম আদালত।

একইসঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্ত অপর তিনজন হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও মো. শাহজাহান।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button