
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়ে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। রোববার ওয়েলিংটন ৩৬৯ রানের লক্ষ্য চতুর্থ দিনে লায়নের ঘূর্ণিতে প্রথম সেশনেই ১৯৬ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।এদিকে,১১১ রান নিয়ে চতুর্থ দিনে খেলতে নামে নিউজিল্যান্ড। লায়নের তোপের মুখে আসা-যাওয়ার মধ্যে থাকেন কিউই ব্যাটাররা। শেষ পর্যন্ত ১৯৬ রান অলআউট হয় নিউজিল্যান্ড। রাচিন রবীন্দ্র ১০৫ বলে ৫৯ রান করেন। কিউইদের ব্যাটিংয়ে ধস নামায় লায়ন। এ ম্যাচে ১০ উইকেট পেয়েছেন এই স্পিনার।
বাংলা টিভি/ রাজ



