
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ৩ ম্যাচ টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ শুরু হচ্ছে আজ। সন্ধ্যা ৬ টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে । ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষের ভালো ফল আশা করছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এক্ষেত্রে সদ্য সমাপ্ত বিপিএল ক্রিকেটের অভিজ্ঞতা কাজে আসবে বলে মনে করেন তিনি।
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা লড়েছে ১৩টি খেলায়। এর ৯টিতেই জিতেছে শ্রীলঙ্কা আর বাংলাদেশ ৪টিতে। সবশেষ, দুবাইয়ে ২০২২ সালের এশিয়া কাপে মুখোমুখি হয় দুই দল। সেই ম্যাচে শ্রীলঙ্কার কাছে ২ উইকেটে পরাজিত হয় বাংলাদেশ।
এবার ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম খেলায় জয় দিয়ে সেই হারের কষ্ট ভোলার সুযোগ বাংলাদেশের সামনে।
প্রথম ম্যাচ সামনে রেখে সিলেটের মাঠে দুই দিন অনুশীলন করেছে বাংলাদেশ দল। ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে সিরিজ জিততে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঘরের মাঠে সম্প্রতি শেষ হওয়া বিপিএল টুর্নামেন্টের অভিজ্ঞতা কাজে এই সিরিজে কাজে লাগবে।
এদিকে, কন্ডিশনের সাথে মিলিয়ে নিতে ৩দিন অনুশীলন করেছে শ্রীলঙ্কা দল। প্রথম খেলায় বাংলাদেশকে হারিয়ে সিরিজে শুভ সূচনা করার লক্ষ্য তাদের। তবে, আফগানিস্তানের বিপক্ষে সিরিজে আম্পায়ারের সাথে তর্কে জড়ানোর অভিযোগে শাস্তি পেয়ে প্রথম দুই টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না লঙ্কান অলরাউন্ডার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক চারিথ আসালঙ্কা।
এর আগে রোববার এই সিরিজের ট্রফি উন্মোচন করেছে দুই দলের অধিনায়ক।
বাংলা টিভি/ রাজ



