
ওয়ালটন ইলেক্ট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন- ইমা মিডিয়া কাপ-২০২৪ শুরু হয়েছে। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে চ্যানেল নাইনকে হারিয়ে জয় দিয়ে শুরু করেছে দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল বাংলা টিভি।
সোমবার বিকেলে রাজধানীর বনানী শহীদ যায়ান চৌধুরী মাঠে অনুষ্ঠিত খেলায় ৫ উইকেটের জয় পায় বাংলা টিভি। এ জয়ে উচ্ছ্বাসিত বাংলা টিভি পরিবার। টসে জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় টিম বাংলা টিভি। ব্যাট করতে নেমে শুরুতে ভালো খেললেও নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেটে ৮৮ রানে থামে চ্যানেল নাইনের ইনিংস। জবাবে, ৮৯ রানের লক্ষে ব্যাট করতে নেমে ১ বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলা টিভি ক্রিকেট টিম। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান ও ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সাইফ ইসলাম।
জয় পাওয়া নিয়ে তিনি জানান, নিজেদের প্রথম ম্যাচে এমন জয়ে আনন্দিত টিম বাংলা টিভি পরিবার। আগামীতেও জয়ের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ।
বাংলা টিভি হেড অব মার্কেটিং,চয়ন কুমার কুন্ডু, মানবসম্পদ বিভাগ, সহ. ব্যবস্থাপক মো: ইমরুল কায়েস ম্যাচে অংশ নিয়ে খেলা উপভোগ করেন।
বাংলা টিভির ,পরিচালক মীর নূর উস শামস শান্তুনু এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন ।
ইলেক্ট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন- ইমা’র সভাপতি আনিসুর রহমান তারেক জানান,মিডিয়া কর্মীদের পাস্পরিক সম্পর্কোন্নয়নে কাজ করবে এধরনের আয়োজন।
আগামীকাল একই মাঠে নিজেদের দ্বিতীয় ম্যাচে চ্যানেল আইয়ের মুখোমুখি হবে বাংলা টিভি।
বাংলা টিভি/ প্রান্ত পারভেজ



