বাংলাদেশআওয়ামী লীগরাজধানীরাজনীতি

অগ্নিকাণ্ডের মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যােগ নেয়া হবে: আইনমন্ত্রী

অগ্নিকাণ্ডের তদন্ত শেষে মামলা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলনে অংশ নেয়ার পর সাংবাদিকদের তিনি একথা জানান। সারাদেশে মামলা জট কমাতে ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান আইনমন্ত্রী।

জেলা প্রশাসকদের চারদিনব্যাপী সম্মেলনের তৃতীয় দিনে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রতিরক্ষা, জনপ্রশাসনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সাথে মতবিনিময় হয়। এতে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়নের নির্দেশ দেয়া হয় জেলা প্রশাসকদের।

আইনমন্ত্রী বলেন, বাজার কারসাজিতে জড়িতদের বিশেষ আইনে বিচারের ব্যবস্থা করা হবে। সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত নিয়েও কথা বলেন ।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button