
সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। মঙ্গলবার নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে ভারত অনূর্ধ্ব-১৬ দলকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের মেয়েরা।
এরআগে প্রথম ম্যাচে নেপালকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে। দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা।
এ ম্যাচে বাংলাদেশের হয়ে গোল করেছেন আলপি আক্তার, সুরভী আকন্দ প্রীতি ও অপির্তা বিশ্বাস। অন্যদিকে, ভারতের একমাত্র গোলটি করেন আনুশকা কুমারী।
বাংলা টিভি / রাজ



