রাজধানীআওয়ামী লীগপ্রধানমন্ত্রীরাজনীতি
নির্বাচনের সময় দেয়া ওয়াদা পূরণ করবে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর দল নির্বাচনের সময়ে যে ওয়াদা করেছে তা পূরণে সরকার বদ্ধ পরিপর। তিনি বলেন, সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে এ কথা বলেন তিনি।
বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে।
এসময় রমজানে দ্রব্যমূল্য সহনশীল রাখতে ও বাজার নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারপ্রধান বলেন, দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে। এছাড়া রাজনীতির নামে কেউ যেন অগ্নিসন্ত্রাস না করতে পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহবান জানান সংসদ নেতা।
বাংলা টিভি/ রাজ



