বাংলাদেশ
প্রকল্প প্রণয়ন কার্যক্রম হবে অনলাইনভিত্তিক করার সিদ্ধান্ত

প্রকল্প প্রস্তাবনা ডিপিপি তৈরির সময় কমিয়ে আনতে প্রকল্প প্রণয়ন কার্যক্রম অনলাইনভিত্তিক করার সিদ্ধান্ত নিয়েছে বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প বাস্তবায়ন কমিটি। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে প্রকল্প পরিদর্শন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দ্রুত প্রকল্প প্রণয়নের নির্দেশনাও দেওয়া হয়েছে।
রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বৈঠকে পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিত কর্মকার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকীসহ প্রায় সব মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
বাংলা টিভি/ রাজ



