জাতির পিতার ভাষণেই ছিলো দেশের স্বাধীনতার মুলমন্ত্র : প্রধানমন্ত্রী

জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণই সারাবিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ, বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যারা ৭ই মার্চের ভাষণ ও জয় বাংলা স্লোগানে বিশ্বাস করে না, তারা স্বাধীনতাবিরোধী অপশক্তি। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচন সভায় একথা বলেন তিনি। এসময় বঙ্গবন্ধু কন্যা বলেন, মানুষ যাতে ইতিহাসকে ভুলে না যায়, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে, বৃহষ্পতিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে, আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। এতে যোগ দেন দলীয় সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, জাতির পিতার ৭ই মার্চের ভাষণেই বাঙালি স্বাধীনতা অর্জনের সুনির্দিষ্ট দিকনির্দেশনা পেয়েছিলো।
শোষণের হাত থেকে মানুষকে মুক্তির পথে উজ্জীবিত করা সেই ভাষণ সারাবিশ্বেও অনুপ্রেরণা হয়ে আছে, বলে মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা। বলেন, বঙ্গবন্ধুর সেই আদর্শ নিয়ে দেশের জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।
প্রধানমন্ত্রী বলেন, যারা ৭ই মার্চকে বিশ্বাস করে না, দেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে।
দেশের প্রকৃত ইতিহাস যাতে প্রজন্মের মাঝে সমুজ্জল থাকে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহবান জানান প্রধানমন্ত্রী।
বাংলা টিভি/ রাজ



