আওয়ামী লীগ

অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চলবে সারা বছর: স্বাস্থ্যমন্ত্রী

অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে সারাবছর অভিযান চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। শুক্রবার সকালে রাজধানীর উদয়ন স্কুল কেন্দ্রে ডেন্টাল কলেজ ও ইউনিটের ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সকল হাসপাতালে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। যেসব হাসপাতাল বা ডায়গনস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হবে তা যেন বন্ধ থাকে তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের তৎপরতা বাড়ানোর তাগিদ দেন তিনি।

সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সারাদেশের ১২টি সেন্টারে ২০টি ভেন্যুতে একযোগে ডেন্টাল কলেজ ও ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবছর সরকারি ডেন্টাল কলেজে ৫৪৫টি ও বেসরকারি ১ হাজার ৪০৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেয় ৫০ হাজার ৭৯৫জন শিক্ষার্থী।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button