রমজানের আগেই চড়া নিত্যপণ্যের বাজার

আর মাত্র কয়েকদিন পরই পবিত্র মাহে রমজান।আর রমজানকে ঘিরে প্রতিবারের মত এবারও অস্থির নিত্যপণ্যের বাজার।সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগীর দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা পরযন্ত। বেড়েছে চিনি ও ছোলার দাম।অন্যান্য ইফতার সামগ্রীর দামও বাড়তি। এদিকে, সরকারের নতুন করে বেঁধে দেয়া সয়াবিন তেল বাজারে না আসায়,কিনতে হচ্ছে আগের দামেই। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারন ক্রেতারা।
রমজান যতই ঘনিয়ে আসছে বাজারে ততই উত্তাপ ছড়াচ্ছে।বেড়েছে খেজুর, ছোলা,ডাল ও চিনিসহ বেশ কিছু পণ্যের দাম।এদিকে,সরকারের বেঁধে দেয়া নতুন দামের বোতলজাত সয়াবিন এখনো বাজারে আসেনি।ফলে আগের দামেই কিনতে হচ্ছে।এতে ক্ষুব্ধ নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা।
সপ্তাহের ব্যবধানে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কেজি প্রতি বেড়েছে ৩০ টাকা পরযন্ত। অন্যদিকে সবধরনের মাছের দাম কেজিতে বেড়েছে ১ থেকে দেড়শ টাকা।তবে অনেকটা স্থিতিশীল রয়েছে সবজির বাজার।
গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা। তবে আরও বাড়তে পারে বলে আশংকা করছেন ক্রেতারা।তাই বাজার নিয়ন্ত্রণে শুধু লোক দেখানো অভিযান নয়,অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ চেয়েছেন ভোক্তারা।
বাংলা টিভি/ রাজ



