
সাফ অনূর্ধ্ব ১৬ নারী চ্যাম্পিয়নশিপে ভূটানকে ৬-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। শুক্রবার ভুটানকে হারিয়ে প্রথম ধাপে সবগুলো ম্যাচ জয়ের আত্মবিশ্বাস সঙ্গী হলো মেয়েদের। রাউন্ড রবিন লিগে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ভুটানকে ৬-০ গোলে হারাল লাল সবুজেরা। ম্যাচটি নিয়মরক্ষার হলেও শুরু থেকে গোলের জন্য মরিয়া নয়, বরং বল পায়ে রেখে আক্রমণভাগে আলপি ও ফাতেমাদের কর্যকর হয়ে ওঠার প্রচেষ্টার প্রতিফলন দেখা গেল বেশি।
নেপালকে ২-০ গোলে হারিয়ে আসর শুরুর পর ভারতের বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে রোববার শিরোপা লড়াইয়ে নামবে বাংলাদেশ।
খেলার প্রথমার্ধের ত্রয়োদশ মিনিটে গোলের দেখা শুরু। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে। চার মিনিট বাদেই দৃষ্টিনন্দন একটি গোল করেন ফাতেমা। পরের মিনিটে ফাতেমার কর্নারে দূরের পোস্টে ফাঁকায় থাকা ক্রানুচিং মারমা হেডে খুঁজে পায় জাল।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও ভুটানের জালে বল। এবার মৌমিতা খাতুনের আড়াআড়ি ক্রসে প্রীতি পা ছোঁয়াতে ব্যর্থ হলে গোলমুখেই পেয়ে যান সাথী। টোকা দিয়ে বাকি কাজ সারেন তিনি। ৬৮তম মিনিটে দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে বল বাড়ান মৌমিতা।
প্রথম ছোঁয়ায় বলের নিয়ন্ত্রণ নিয়ে ডান পায়ের শটে স্কোরলাইন ৫-০ করেন থুইনু মারমা। খানিক পর চকিত মুভে তিন জনকে বোকা বানিয়ে বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষককে কোনাকুনি শটে ব্যবধান আরও বাড়ান প্রীতি।
আসরে এ নিয়ে তার গোল হলো ৫টি। তবে, বাকি সময়েও ভুটান পারেনি তেমন কিছু করতে। টানা তিন ম্যাচ হারের তেতো স্বাদ নিয়ে টুর্নামেন্ট শেষ হলো দলটির ।
বাংলা টিভি/ রাজ



