খেলাধুলাফুটবল

নারী দিবসে ৬ গোলের দাপুটে জয় অর্জন বাংলাদেশের মেয়েদের

সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলে, ভুটানের বিপক্ষে ৬ গোলের দাপুটে এক জয় দেখালো লাল-সবুজে জার্সিধারীরা। মাঠে প্রতিপক্ষের জালে রীতিমতো গোল উৎসবে মাতে বাংলাদেশের মেয়েরা। লিগপর্বের শেষ খেলাতেও দারুণ এ জয় পাওয়ায়, টানা তিন ম্যাচ জিতে এখন শীর্ষে থেকে ফাইনালে খেলবে তারা।

বাংলাদেশের মেয়েরা আবারও দেখালো, দুর্বার এক বিজয়। ফুটবলের মাঠে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করেছে লাল-সবুজের জার্সিধারীরা। শুক্রবার বিকেলে নেপালের কাঠমান্ডুতে সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলের ম্যাচে, নিজেদের রক্ষণভাগ দুর্ভেদ্য রেখে প্রতিপক্ষ ভুটানের জালে গুনে গুনে ৬টি গোল করে তাক লাগিয়ে দেয় বাংলাদেশের মেয়েরা।

খেলার ১৩ মিনিটেই প্রথম গোল পায় বাংলাদেশ। ফাতিমা আক্তারের লম্বা ক্রস ড্রপ খেয়ে উঠতেই, হেড করে গোলকিপারের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে দেন ফরোয়ার্ড সুরভী। পরে ৩৩ মিনিটে দুর্দান্ত গোল করেন ফাতিমা। বক্সের বেশ বাইরে থেকে ফ্রি কিক সরাসরি ভুটানের জালে।

পরের মিনিটেই কর্নার কিক থেকে দারুণ এক হেড করে ব্যবধান বাড়ান ক্রাউচিং মারমা। দ্বিতীয়ার্ধের শুরুতেই মমিতার ক্রস থেকে সুরভীর পা ছুঁয়ে আসা বলে টোকা মেরে জালে ফেলেন সাথী মান্ডা। স্কোর দাঁড়ায় বাংলাদেশ ৪, ভুটান শূণ্য।

পরে ৬৯ মিনিটের মাথায় বক্সের মধ্যে বল পেয়ে, পঞ্চম গোলটি করেন থুইনুই মারমা। ৭৭ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডারের মধ্যে থেকে বল ছিনিয়ে নিয়ে বাংলাদেশের ৬ষ্ঠ গোলটিও করেন সুরভী।

আগামী রোববার শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের এই অপ্রতিরোধ্য নারীরা।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button