রাজনীতিনির্বাচনবাংলাদেশ

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভোটগ্রহণ চলছে

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনসহ দেশের ২৩৩টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ভোটগ্রহণ চলছে। শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এর মধ্যে কুমিল্লায় ভোট হচ্ছে শুধু মেয়র পদের উপনির্বাচনে। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার জন স্বতন্ত্র প্রার্থী। তারা হলেন তাহসীন বাহার, নূর-উর রহমান মাহমুদ তানিম, মোহাম্মত নিজাম উদ্দিন ও মো. মুনিরুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ সিটিতে ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন ভোটার ১০৫টি কেন্দ্রে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে পুরুষ ১ লাখ ১৮ হাজার ১৮২ জন, নারী ১ লাখ ২৪ হাজার ২৭৪ জন ও হিজড়া দু’জন।

ময়মনসিংহ সিটি করপোরেশনে সবকটি পদে ভোট হচ্ছে। এখানে মেয়র পদে লড়ছেন ৫ প্রার্থী। এছাড়া ৩৩টি সাধারণ ওয়ার্ডে ১৪৯ জন ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড কমিশনার পদে ৬৯ জন লড়ছেন।

ময়মনসিংহ সিটিতে ১২৮টি ভোটকেন্দ্র রয়েছে। মোট ভোটার ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬৩ হাজার ৮৭২, নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৬১৫ এবং হিজড়া ৯ জন।

এই সিটি নির্বাচনে মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাদেকুল হক খান (টজু), জাতীয় পার্টির প্রার্থী শহীদুল ইসলাম ও কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য কৃষিবিদ রেজাউল হক মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া, ৩টি পৌরসভার সাধারণ ও বিভিন্ন পৌরসভার শূন্যপদে উপনির্বাচন, ১৩টি ইউনিয়ন পরিষদের সাধারণ, ৭টি জেলা পরিষদের উপনির্বাচনসহ ১৮৭টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন শূন্যপদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button