বাংলাদেশ

স্বাধীন না হলে দেশের উন্নয়ন সম্ভব হতো না: সেনাপ্রধান

বাংলাদেশে যে এত উন্নয়ন সম্ভব হয়েছে তা দেশ স্বাধীন না হলে সম্ভব হতো না বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। শনিবার সকালে টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসে আর্মি মেডিকেল কোর ও আর্মি ডেন্টাল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৪ এবং ৫ম কোর পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

সেনাপ্রধান বলেন, দেশ স্বাধীন না হলে বিশ্বের কাছে বাংলাদেশ এখন যে সম্মান পায়, তাও সম্ভব হতো না।

পরে সেনাপ্রধান আর্মি মেডিকেল কোর সেন্টার এন্ড স্কুলে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভ – ‘বিজয় চেতনা’য় পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় তিনি আর্মি মেডিকেল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনেও যোগ দেন।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button