সীমান্ত হত্যা কোন টার্গেট কিলিং নয়: বিজিবি মহাপরিচালক

যশোর সীমান্তে বিএসএফের গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য রইশুউদ্দীন নিহতের ঘটনা টার্গেট কিলিং নয় বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী। শনিবার সকালে ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৪তম সীমান্ত সম্মেলনের শেষদিন বিজিবি-বিএসএফ ডিজির যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সীমান্তে অমিমাংসিত বিষয়গুলো নিয়ে কাজ করবে দুই দেশ বলেও জানানো হয়েছে।
বিএসএফ মহাপরিচালক বলেন, সীমান্ত হত্যা কমিয়ে আনতে সবধরনের চেষ্টা করছেন তারা। সীমান্তে অপরাধমূলক কর্মকান্ডে জড়িতরা হত্যার শিকার হচ্ছে। টহলের সময় বিএসএফ সদস্যরাও হামলার শিকার হচ্ছেন। সীমান্তে নিরাপত্তা, মাদক চালান, পণ্য ও মানব পাচার প্রতিরোধে সমন্বিত কাজ করার কথা জানান তিনি।
এ সময় সীমান্তবর্তী এলাকায় উন্নয়নমূলক কর্মসূচি জোরদার এবং সীমান্ত এলাকায় বসবাসকারী নাগরিকদের মাঝে আন্তর্জাতিক সীমানা আইন সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের বিষয়ে উভয়পক্ষ সম্মত হয়েছে বলেও জানানো হয়।
বাংলা টিভি/ রাজ



