বাংলাদেশক্রিকেটখেলাধুলা

সিরিজ জয়ের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে বাংলাদেশ । এ হারে সিরিজ জয়ের স্বপ্নভঙ্গ হলো টাইগারদের।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে ১৪৬ রানে থামে নাজমুল শান্তরা। শুরুতে টসে জিতে বল করতে নামে বাংলাদেশ। ১৭৪ রান করে লঙ্কানরা।প্রথমে বোলিংয়ে নেমে বাংলাদেশের উইকেট এনে দেন তাসকিন। রিশাদ হোসেন পান দ্বিতীয় ইউকেট। এরপরে মুস্তাফিজ পান হাসারাঙ্গার উইকেট।

কুশলের উইকেট পান তাসকিন।এদিকে,কুশল এর ৮৬ রানে ভর করে ১৭৪ রানের পুঁজি পায় লঙ্কানরা।

জবাবে ব্যাট করতে নেমে প্রথমে লিটন দাসকে হারায় বাংলাদেশ। ১১ বলে ৭ রান করে লিটন থামার পরপরই মহাবিপর্যয়। নুয়ান তুষারা সবেমাত্র বোলিংয়ে এসেছেন। প্রথম বল ডট, এরপর দলীয় ১৫ রানে পরপর ৩ উইকেট।

সাজঘরে ফেরেন শান্ত, হৃদয়, রিয়াদকে। বাংলাদেশ ১৫ রানে ৪ উইকেট। শেখ মেহেদী ২০ বলে ১৯ রান করে ফেরেন চাপের মুখে। রিশাদ করেন ৩০ বলে ৫৩ রানের ইনিংস। এছাড়াও ব্যাটিং স্কিল দেখিয়েছেন তাসকিন আহমেদ। ২১ বলে ৩১ রান করে তিনি বিদায় নিলে ২৮ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button