সরকারঅন্যান্যদেশবাংলা

শুরু হলো মাহে রমজানের মাস

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে।  আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে রোজা।

সোমবার (১১ মার্চ) রাতে প্রথম তারাবিহ নামাজ আদায়ের মধ্য দিয়ে, পবিত্র মাহে রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেছেন মুসলমানরা।

সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে, একথা জানান ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

তিনি বলেন, রমজান মাস শুরু হওয়া কাল প্রথম রোজায় ঢাকায় সেহরীর শেষসময় ভোর ৪টা ৫১ মিনিট, আর ইফতারের সময় ৬টা ১০ মিনিট।

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button