রোজার প্রথমদিনে অস্বাভাবিক যানজটে নাকাল নগরবাসী

রমজানের প্রথমদিন সকাল থেকে তীব্র যানজট দেখা গেছে রাজধানীর বিভিন্ন সড়কে।এতে ভোগান্তিতে পড়েন কর্মস্থলে যাওয়া মানুষ।বেলা বাড়ার সাথে সাথে কমতে থাকে যানজট। তবে,মেট্রোরেল চলাচলের কারনে অনেকটাই যাত্রী শূন্য ছিল মিরপুরের গণ পরিবহন।তবে যানজট নিরসনে বেশ কিছু উদ্যোগ নিয়েছে ট্রাফিক বিভাগ।
রমজানের প্রথম দিনে রাজধানীর নিউমার্কেট,ধানমন্ডি,সায়েন্সল্যাব,বনানী, বাড্ডা ও লিংরোড সহ বিভিন্ন এলাকায় ছিল প্রচন্ড যানজট।এতে ভোগান্তিতে পড়েন সব শ্রেণীপেশার মানুষ। তবে, দুপুর গড়াতেই অনেকটা কমতে থাকে যানজট।
স্বল্প দূরত্বের পথ অতিক্রম করতে দীর্ঘ সময় সিগন্যালে আটকে থাকতে দেখা গেছে যাত্রীদের। রোজা রেখে সময় মত গন্তব্যে পৌঁছাতে না পেরে ক্ষোভ জানান অনেকে।
তবে,ভিন্ন চিত্র ছিল মিরপুরের রাস্তায়। মেট্রোরেল চলাচলের ফলে অনেকটাই যাত্রী শূণ্য ছিল এই পথে চলাচলরত গণ পরিবহনে। সময়মতো গন্তব্যে পৌঁছাতে পেরে আনন্দিত যাত্রীরা।
ট্রাফিক বিভাগের নিবিড় তদারকিতে গত বছরের তুলনায়, এবার যানজট অনেকটাই কমে এসেছে বলে দাবী ট্রাফিক পুলিশ কর্মকর্তার।
বাংলা টিভি / বুলবুল



