বাংলাদেশ
হাইকোর্টের আদেশ স্থগিত,রমজানে খোলা থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

রমজানের প্রথম ১০ দিন প্রাথমিক ও ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় খোলা থাকছে। বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত কোরে হাইকোর্টের দেয়া আদেশ, স্থগিত করেছে আপিল বিভাগ।
মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। রিটের পক্ষে শুনানি করেন, জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ। রমজান মাসে ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় খোলা থাকবে।
১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত ১৫ দিন, সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বাংলা টিভি / বুলবুল



