বাংলাদেশ

এডিপির আকার কমলো ১৮ হাজার কোটি টাকা

সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি কমেছে ১৮ হাজার কোটি টাকা। প্রতিবারের মতো এবারও মন্ত্রণালয়ের বরাদ্দ পাওয়া অর্থ ব্যয় করতে না পারায়, কাটছাঁট করতে হয় সংশোধিত এডিপি।

কাটছাঁটের ফলে আরএডিপির আকার দাঁড়ালো ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা। যা ছিল ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা। সকালে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে, জাতীয় অর্থনৈতিক পরিষদ-এনইসি সভায় সংশোধিত এডিপি অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোট সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি-আরএডিপি সর্বোচ্চ ২৫ দশমিক ৮২ শতাংশ বরাদ্দ দেয়া হচ্ছে, পরিবহন ও যোগাযোগ খাতে।

যা টাকার অঙ্কে ৬৩ হাজার ২৬৩ কোটি ৩১ লাখ টাকা। এরপরই দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে বিদ্যুৎ খাতে ১৫ দশমিক ৪৭ শতাংশ। যা টাকার অঙ্কে ৩৭ হাজার ৮৯৬ কোটি টাকা।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button