
বাংলাদেশের প্রথম নারী বনরক্ষী দিলরুবা আক্তার মিলি। ২০১৬ সালে ঢাকায় বনরক্ষী হিসেবে যোগ দেন দিলরুবা। বর্তমানে মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানে বনরক্ষী হিসেবে কর্মরত। আজকের অবস্থানের জন্য পথ পাড়ি দিতে হয়েছে, অনেকটা পথ। শুরুটা স্কুল জীবন থেকেই। দেশ ও দেশের বাইরে নিজেদের কাজ দিয়ে যোগ্যতার প্রমাণ রাখছে বাংলাদেশের নারীরা। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে গর্বের সাথে উড়িয়েছে লাল সবুজের পতাকা।
বর্তমানে দেশের প্রায় প্রতিটি ক্ষেত্রেই উল্লেখ্যযোগ্যভাবে অংশগ্রহণ রয়েছে নারীদের। সময়ের সঙ্গে সমানতালে সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন আপন মহিমায়। তেমনই সাহসী নারী দিলরুবা আক্তার মিলি। বাংলাদেশের প্রথম নারী বনরক্ষী। দিলরুবা জানান, কাউখালী মহাবিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বনরক্ষী হওয়ার উদ্যোগ নেই। বনজঙ্গল নিয়ে কাজ করার ইচ্ছা থেকে এ সিদ্ধান্ত।
কী করবো তা নিয়ে দ্বিধায় ছিলাম। নতুন উদ্যোগ চ্যালেঞ্জিং ছিল। পরিবার, আপনজনের সহযোগিতা ও বাবার হাত ধরেই এগিয়ে চলা।
তিনি আরও বলেন, পড়াশোনা শেষ করে। বনরক্ষী হিসেবে পরীক্ষা, ভাইভা শেষ করে ট্রেনিং রাজশাহী পুলিশ একাডেমি থেকে। পরীক্ষা ও ট্রেনিং নেওয়ার সময় বেশকিছু প্রতিবন্ধকতার মধ্যে পড়ি। এ পেশায় নারীসংখ্যা শূন্যের দিকে। ফলে বেশ প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে হয় আমাকে। আমাদের ট্রেনিংয়ের আগে ভাইভা দিতে হয়। ওই সময় ২০৩ পুরুষের মধ্যে একমাত্র আমি নারী হিসেবে যোগ দেই। ]
সেখানে পরীক্ষা ও ভাইভায় উপস্থিত হতে প্রথমে সমস্যা হলেও পরে তা মোকাবিলা করে এগিয়ে যাই। পাশাপাশি বেশ কয়েকজনের সহযোগিতায় ধীরে ধীরে নানা চ্যালেঞ্জ অতিক্রম করতে থাকি। এরপর ঢাকায় বনরক্ষী হিসেবে ২০১৬ সালে যোগ দেয়া । এ পর্যন্ত জাতীয় উদ্ভিদ উদ্যানে বনরক্ষী হিসেবে কর্মরত রয়েছি।
বাংলা টিভি / রাজ



