রাজনীতিআওয়ামী লীগরাজধানী

বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার সকলকে স্বস্তি দিবে : জ্বালানি প্রতিমন্ত্রী

চলমান গ্রীষ্মকাল, সেচ মৌসুম ও পবিত্র রমজানে জ্বালানির সাশ্রয়ী ব্যবহার সকলকে স্বস্তি দিবে বলে জানিয়েছেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ । বুধবার চলমান গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে বিদ্যুৎ ও শিল্প শ্রেণীতে গ্যাস বরাদ্দ সংক্রান্ত সভায় এসব কথা বলেন।বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মো. নুরুল আলম, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার ও পিডিবির চেয়ারম্যান মো. মাহাবুবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়ানো হচ্ছে। পর্যায়ক্রমে পরিস্থিতির আরও উন্নতি হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-গ্যাস সরবরাহ আমাদের মূল লক্ষ্য। সেচ কাজের জন্য রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত বৈদ্যুতিক পাম্প চালু থাকবে। সিএনজি স্টেশন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে।

ঈদ উপলক্ষে ৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সিএনজি স্টেশন ২৪ ঘন্টা খোলা থাকবে। এরপর আগের মতো সিএনজি স্টেশন খোলা ও বন্ধ থাকবে। বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার, অন্যের জন্য স্বস্তিদায়ক হবে বলে জানান প্রতিমন্ত্রী।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button