বাংলাদেশআওয়ামী লীগরাজধানীরাজনীতি
পরিবহনসহ নানা অসঙ্গতিতে বাড়ছে পণ্যের দাম: বাণিজ্য প্রতিমন্ত্রী

উৎপাদনের পর পরিবহনসহ নানা অসঙ্গতির কারণে পণ্যের দাম বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বৃহস্পতিবার সচিবালয়ে ভোক্তা দিবস উপলক্ষে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসক কথা বলেন ।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, নানা উদ্যোগের পরও বাজার নিয়ন্ত্রণে শতভাগ সফলতা অর্জন হয়নি।
এছাড়াও, সুপারশপগুলোতে তুলনামূলক কম ও নির্ধারিত দামে পণ্য বিক্রি হচ্ছে। সুপারশপের সাথে কাঁচাবাজারের তুলনা করে পণ্য কিনতে সবার প্রতি আহ্বান জানান বাণিজ্য প্রতিমন্ত্রী।
বাংলা টিভি/ রাজ



