রাজধানীআওয়ামী লীগরাজনীতি

দগ্ধ অনেকেরই অবস্থা শঙ্কামুক্ত নয়: স্বাস্থ্যমন্ত্রী

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ অনেকেই শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বৃহস্পতিবার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ব্রিফিংয়ে এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দগ্ধ রোগীদের চিকিৎসার ব্যাপারে খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরআগে সকাল ৮টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে একটি বোর্ডসভায় বসেন তিনি।

সভায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মোট ৩২ জন বর্তমানে হাসপাতালে ভর্তিকৃত আছে বলে জানানো হয়। এ ৩২ জনের মধ্যে ৫ জন রোগী আইসিইউ এবং ২ জন এইচডিইউ’তে ভর্তি রয়েছে। রোগীদের মধ্যে ১০০ ভাগ দগ্ধ বার্ন রোগী আছেন একজন, ৯৫ ভাগ বার্ন রোগী আছে ৩ জন এবং ৫০-১০০ ভাগ বার্ন রোগী আছে মোট ১৬ জন বলে জানানো হয়।

উল্লেখ্য বুধবার সন্ধ্যায় ইফতারের আগে আগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ওই ঘটনা ঘটে কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায়।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button