রাজধানীআওয়ামী লীগরাজনীতি
সরকার হঠাতে ব্যর্থ বিএনপি: ওবায়দুল কাদের

বিএনপি নানা অপচেষ্টা করেও সরকার হঠাতে ব্যর্থ হয়েছে বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পণ্যের মজুদদারদের সাথে বিএনপির যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখার আহবান জানান তিনি। বৃহস্পতিবার সকালে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পরে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ যুব মহিলা লীগ এবং মহিলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন ।
ওবায়দুল কাদের বলেন, রমজান মাসে সরকারকে বিব্রত করার জন্য সিন্ডিকেট থাকতে পারে। এখন আমাদের খতিয়ে দেখতে হবে এসব অপকর্মের সঙ্গে বিএনপির সম্পৃক্ততা আছে কি না। তিনি আরও বলেন, ছিনতাই হওয়া জাহাজের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এছাড়া, সরকার তাদের ফিরিয়ে আনতে কাজ করছে। সরকারের পক্ষ থেকে যোগাযোগের কোন ঘাটতি নেই।
বাংলা টিভি/ রাজ



