পাটের বাজার বাড়ানোর তাগিদ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাট ও পাটজাত পণ্যের ব্যবহার ও রপ্তানির সুযোগ বেড়েছে। এই সুযোগ কাজে লাগাতে উৎপাদন বৃদ্ধি এবং বিশ্ববাজার তৈরিতে কাজ করতে হবে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় পাট দিবসের অনুষ্ঠানে একথা বলেন তিনি। পাট শিল্পের বিকাশে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে বলে জানান সরকার প্রধান।
এ বছর জাতীয় পাট দিবসের প্রতিপাদ্য বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় জাতীয় পাট দিবসের অনুষ্ঠান। বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাট ও পাটজাত পণ্য উৎপাদনে সফলতা অর্জন ও উৎসাহ দিতে এবছর ১১টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে পুরস্কার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় নতুন ছয়টি পাটকলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী পাট পণ্যের চাহিদা বাড়ছে। তাই পাট শিল্পকে আবার জাগিয়ে তুলতে সরকার নানা পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে।পাটজাত বহুমুখী পণ্য উৎপাদন ও ব্যবহারের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, গোটা বিশ্বে বাংলাদেশি পাটপাটজাত পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। এই বাজার ধরতে হবে। পাট শিল্পের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহায়তা করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। পরে তিন দিনব্যাপ পাটপণ্য মেলা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলা টিভি/ রাজ



