রাজনীতি

দুর্ঘটনায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

ঢাকার গাবতলীতে পিক-আপের ধাক্কায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক নারী পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাড়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তার সহ-কর্মীরা।

বৃহস্পতিবার ভোরে গাবতলী বাস টার্মিনালের প্রায় ১৫০ মিটার দক্ষিণে গাবতলি- দ্বীপনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পরিচ্ছন্নতাকর্মীর নাম আমেনা বেগম (৪৫)। তিনি সিটি করপোরেশন নতুন মহল্লার ৪ নম্বর গলির একটি বাসায় বসবাস করতেন।

দুর্ঘটনার পরপরই সিটি করপোরেশনের শত শত পরিচ্ছন্নতাকর্মী ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে রাস্তার উভয় পাশে সৃষ্টি হয় গাড়ির দীর্ঘ জট।

পুলিশের মিরপুর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আন্দোলনরত পরিচ্ছন্নতাকর্মীরা বলেন, ঝুঁকিভাতাসহ তাদের দাবিদাওয়া মেনে নিতে হবে। সেই ঘোষণা পাওয়ার আগে তারা অবরোধ চালিয়ে যাবেন।

এ পরিস্থিতিতে বিশৃঙ্খলা এড়াতে গাবতলী তিনরাস্তায় বাড়তি দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়। পরে সিটি করপোরেশনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। সকাল পৌনে ১০টার দিকে পরিচ্ছন্নতাকর্মীরা সড়ক ছেড়ে গেলে যান চলাচল শুরু হয়।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button