রাজনীতি করলে ক্যাম্পাসে কেন যাওয়া যাবেনা প্রশ্ন কাদেরের
ছাত্র রাজনীতি বন্ধের নামে বুয়েটকে অপরাজনীতি ও জঙ্গিবাদের কারখানায় পরিনত করতে দেয়া হবে না। জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুয়েটের ঘটনার তদন্ত চলছে, নেতিবাচক কোন কিছু পাওয়া গেলে ব্যবস্থা নেবে সরকার। প্রশ্ন তোলেন রাজনীতি করলে ক্যাম্পাসে যাওয়া যাবেনা এটা কোন আইন।
সকালে রাজধানীতে দলীয় এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এসময় বিএনপির অপরাজনীতি নিয়েও কথা বলেন এই আওয়ামী লীগের এই শীর্ষ নেতা। সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত, চট্টগ্রাম বিভাগের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে, কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বক্তৃতার শুরুতেই, রাজনৈতিক ভেদাভেদ ভুলে, দলকে এগিয়ে নিতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনিএসময় বুয়েট ইস্যু নিয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, রাজনীতির নামে সেখানে যদি অপরাজনীতি চলে, তা কোনভাবেই মেনে নেয়া হবে না।
বিএনপি ভারত বিরোধী ডাক দিয়েছে, এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে কি না। সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, পাকিস্তানি আমল থেকে যে ভাষায় আইয়ুব খান কথা বলেছে,আজকে সেই ভাষায় কথা বলছে বিএনপি। তাদের ডাকে কোন মানুষ সাড়া দেবে না।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ওবায়দুল কাদের।
বাংলা টিভি/বুলবুল