fbpx
বাংলাদেশ

দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রোসাটমকে প্রধানমন্ত্রীর আহবান

জ্বালানির নতুন নতুন উৎস উদ্ভাবন ও গবেষণা কার্যক্রমকে জোরদার করতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। দুপুরে বঙ্গভবনে বিইআরসি’র বার্ষিক প্রতিবেদন ২০২৩-২৪ গ্রহণকালে রাষ্ট্রপ্রধান এই নির্দেশনা দেন। প্রতিবেদন পেশ করে এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান বিইআরসি এর কার্যক্রম রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এসময় রাষ্ট্রপতি বলেন, দেশের উন্নয়নের কলেবর বৃদ্ধির সাথে সাথে বিদ্যুতের চাহিদাও ক্রমান্বয়ে বাড়ছে। জ্বালানি খাতের নতুন উৎস খোঁজার প্রতি গুরুত্বারোপ করে এই ব্যাপারে বিইআরসি’কে গবেষণা কার্যক্রম জোরদার করতে নির্দেশনা দেন রাষ্ট্রপ্রধান।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button