fbpx
খেলাধুলাফুটবল

রিয়ালের মাঠে জয় ছাড়া কিছুই ভাবছে না বায়ার্ন

জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না মুলার।নিজেদের আঙিনায় ব্যর্থ হলেও, রিয়ালের ডেরায় চমকে দিতে মুখিয়ে আছে বায়ার্ন।

জিতলে ফাইনালের মঞ্চে। হারলে বাজবে বিদায়ঘণ্টা। প্রথম লেগ ড্র হওয়ায় বাঁচা-মরার লড়াইয়ে এমন সমীকরণ নিয়েই সান্তিয়াগো বার্নাব্যুয়ের ফিরতি লেগের ম্যাচটি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ এবং বায়া্র্নের জন্য ডু অর ডাই ম্যাচ। রিয়াল মাদ্রিদের মাঠে লড়াইটা হবে বেশ কঠিন হবেই বলে মনে করছেন বায়ার্ন ফরোয়ার্ড টমাস মুলার।

মুলার বলেন, সান্তিয়াগো বার্নাব্যু দেখতে তর সইছে না আমার। খুবই গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়ালের মাঠেই তাদের মুখোমুখি হবো আমরা। অনেক উত্তেজনা কাজ করছে। এই ধরনের ম্যাচে সবসময় সেটা দেখাও যায়। ব্যক্তিগতভাবে, এটা আরও সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করতে সাহায্য করে আমাকে।

তিনি বলেন, রিয়াল মাদ্রিদের বহু রূপ। তারা ঘর আগলে রাখতে পারে এবং যেহেতু তারা জানে প্রতি-আক্রমণে তাদের দুর্দান্ত খেলোয়াড় আছে, তারা ডিফেন্ডও করতে পারে। তাদের এই কৌশল পুরোপুরি কাজেও লেগেছে। কিন্তু তাদের বিপক্ষে মাথা তুলে দাঁড়ানোর উপায় আছে। আমরা তাদের হারাতে পারব কিনা, সেটা নির্ভর করবে বল পায়ে রেখে খেলতে পারছি, কি পারছি না, তার ওপর।

চ্যাম্পিয়নস লিগ সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে বুধবার দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে দুই দল। বায়ার্নের মাঠে প্রথম লেগ ড্র হয়েছিল ২-২ গোলে।

 ক্রীড়া ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button