fbpx
খেলাধুলাফুটবল

‘ রিয়ালের সফল্যের সব কৃতিত্ব আনচেলত্তির’

চার ম্যাচ হাতে রেখে লা লিগা নিশ্চিত করে ফেলেছে রিয়াল মাদ্রিদ । আছে চ্যাম্পিয়ন্স লিগ জেতার লড়াইয়েও। সব কিছুর কৃতিত্ব কোচ কার্লো আনচেলত্তির বলে মনে করেন অভিজ্ঞ ডিফেন্ডার দানি কারভাহাল । তার মতে এমন সাফল্যের পেছনের কারিগর ইতালিয়ান গ্রীষ্মে করিম বেনজেমা সহ কয়েকজনকে হারানোর পাশাপাশি  একের পর এক চোটের ছোবল সবই দুর্দান্তভাবে সামলাচ্ছেন কার্লো আনচেলত্তি।

মৌসুমের শুরুতেই রিয়াল ছাড়েন তারকা স্ট্রাইকার করিম বেনজেমা। একই পথে হাঁটেন মার্কো আসেনসিও। সেই সাথে পুরো মৌসুম জুড়ে ছিল একের পর এক চোট সমস্যা। ফরোয়ার্ড কিংবা ডিফেন্স, সবখানেই চোটের থাবায় জর্জরিত ছিল রিয়াল। এমন একটা মৌসুমেই আনচেলত্তি দেখিয়েছেন তার কোচিং মুন্সিয়ানা। ফুটবলারদের খেলিয়েছিন ঘুরিয়ে ফিরিয়ে। বারবার বদলিয়েছেন তাদের পছন্দের পজিশনও। তাতে মিলেছেও সাফল্য।

বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমির ফিরতি লেগের আগে আনচেলত্তিকে তাই প্রশংসায় ভাসিয়েছেন কারভাহাল। তিনি কলেন “আমাদের এই মৌসুমের সাফল্যের বড় কৃতিত্ব আনচেলত্তি ও তার স্টাফদের। বেশ কয়েকজন ফুটবলার দল ছেড়েছেন, পুরো মৌসুম ধরে চোটে পড়ে কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার ছিলেন না। তারপরও আমরা বেশ ভালো করেছি। প্রায় সব কিছু জেতার পথে। আনচেলত্তি আর তার দল আমাদের জন্য অনেক কিছু করেছেন।”

 ক্রীড়া ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button