fbpx
খেলাধুলাফুটবল

নিলামে উঠছে মেসির ‘বিখ্যাত’ ন্যাপকিন

নিলামে উঠছে লিওনেল মেসির বার্সেলোনার সাথে প্রথম চুক্তির বিখ্যাত ন্যাপকিন। নিলাম হওয়ার কথা ছিল আরও বেশ আগে। তবে মালিকানা জটিলতায় তা হয়ে উঠেনি। অবশষে মিটমাট হয়েছে সেই ঝামেলা। তাই লিওনেল মেসির বার্সেলোনার সাথে প্রথম চুক্তির বিখ্যাত ন্যাপকিনের নিলামে উঠতে নেই বাধা। ব্রিটিশ নিলাম হাউস বোনহামসের মাধ্যমে আবারও নিলামে উঠেছে সেটি। আগামী ১৭মে পর্যন্ত চলবে নিলাম। যার মূল্য ধরা হয়েছে তিন থেকে পাঁচ লাখ পাউন্ড।

গত মার্চে হওয়ার কথা ছিল এই নিলাম। কিন্তু মালিকানা নিয়ে দ্বন্দ্বে নিলাম স্থগিত করা হয়। গত দুই দশক ধরে আর্জেন্টাইন ফুটবল এজেন্ট হোরাচিও গাজ্জেলির কাছে ছিল ন্যাপকিন পেপারটি। কিন্তু নিলামের খবর শুনে এটির মালিকানা দাবি করেন আরেক এজেন্ট জোসেপ মিনগুয়েলা।

এ নিয়ে বেশ লম্বা সময়েই চলেছে বিতর্ক। শেষ পর্যন্ত অবশ্য জয় গাজ্জেলির। ইসপিএনের তথ্যমতে নিলাম হাউজ বোনহামেস বলছে ন্যাপকিন পেপার বিক্রির ক্ষেত্রে এখন আর ‘কোনো সমস্যা নেই’। তাদের ওয়েবসাইটে ‘হোরাচিও গাজ্জেলির সম্পত্তি’ হিসেবে তালিকাভুক্ত করা আছে এটি।

২০০০ সালে এই ন্যাপকিন পেপারে চুক্তির মধ্য দিয়ে শুরু হয়ে মেসির বার্সেলোনার যাত্রা। এরপরের গল্প শুধুই সাফল্যের। ন্যাপকিনে চুক্তি করা আর্জেন্টাইন তারকা এরপর হয়েছেন সময়ের অন্যতম সেরা ফুটবলার। বার্সেলোনাকে এনে দিয়েছেন একের পর এক শিরোপা।

২০২১ সালে বার্সেলোনা ছাড়ার আগে ৭৭৮ ম্যাচ খেলে ক্লাবের ইতিহাস সর্বোচ্চ ৬৭২ গোল করে গেছেন মেসি। বার্সার জার্সি গায়ে জিতেছেন ১০টি লা লিগা, ৪টি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ৩৪টি শিরোপা।

 ক্রীড়া ডেস্ক। বাংলা টিভি

 

সংশ্লিষ্ট খবর

Back to top button