কিলিয়ান এমবাপ্পের পিএসজি ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকেই সবার চোখ ছিল তুলুজের বিপক্ষে ম্যাচের দিকে। ঘরের মাঠে যে ক্লাবটির হয়ে তার বিদায়ী ম্যাচ। সেই মঞ্চে যথারীতি গোলের দেখা পেয়েছেন ফরাসি তারকা। তবে জয়ের দেখা আর মেলেনি৷ উল্টো পেতে হয়েছে হারের তেতো স্বাদ।
ফ্রান্সের শীর্ষ লিগে গত রবিবারের ম্যাচে আগেই শিরোপা নিশ্চিত করে ফেলা পিএসজি হেরে গেছে ৩-১ গোলে। অষ্টম মিনিটে গোলটি করেছিলেন এমবাপ্পে।
গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে চলতি মৌসুম শেষে পিএসজি ছাড়ার ঘোষণা দেন এমবাপে। শীর্ষ সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, এরপর পাঁচ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে নাম লেখাবেন ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জেতা এই তারকা ফরোয়ার্ড।
তুলুজের বিপক্ষে ম্যাচটি সব প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির টানা তৃতীয় হার। চলতি মৌসুমে তাদের বাকি রয়েছে দুটি লিগ ম্যাচ ও ফ্রেঞ্চ কাপের ফাইনাল, যা হবে আগামী ২৫ মে।
এমবাপ্পের ঘরের মাঠে শেষ ম্যাচে হারলেও ম্যাচ শেষে আনন্দময় আবহই ছিল পিএসজি শিবিরে। হ্যাটট্রিক লিগ শিরোপা জয়ের উদযাপন যে তারা সেরে নিয়েছে এই ম্যাচের পরই।
সব দিক থেকেই পিএসজির ইতিহাসের সেরা খেলোয়াড় হওয়ায় ধারণা করা হচ্ছিল, এদিন হয়ত তার জন্য বিশেষ কোনো আয়োজন করবে ক্লাবটি। তবে তেমন কিছুই করা হয়নি। তবে সমর্থকদের পক্ষ থেকে স্টেডিয়ামে এমবাপের বিশাল একটি টিফো ব্যানার প্রদর্শন করা হয়েছিল।
২০১৭ সালে মোনাকো থেকে পিএসজিতে যোগ দেন এমবাপ্পে। ৩০৭ ম্যাচে ২৫৬ গোল করে তিনি ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলস্কোরার৷ চলতি মৌসুমেও আছেন দারুণ ছন্দে। ৪৭ ম্যাচে নামের পাশে রয়েছে ৪৪ গোল ও ১০টি অ্যাসিস্ট।
ক্রীড়া ডেস্ক। বাংলা টিভি