fbpx
খেলাধুলাক্রিকেট

যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার হতাশাজনক : লিপু

বিশ্বকাপের প্রস্তুতিতে সহ-স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচেই হেরে বড় ধাক্কাই খেয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই হার হজম করতে কষ্ট হচ্ছে সবারই। এই হারকে হতাশাজনক বলে মনে করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও।

খেলাটা যুক্তরাষ্ট্রে হলেও সব দিক থেকে এগিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে মাঠের ক্রিকেটে তাদের ছড়ি ঘোরাতে দেয়নি দলটি। ৬৮ রানে ৪ উইকেট ফেলে উল্টো চাপে ফেলে দিয়েছিল। সেখান থেকে ১৫৪ রানের টার্গেটে একশর আগে পাঁচ উইকেট হারালেও তিন বল হাতে রেখেই জয় পায় যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের আগে এমন একটা হার বাংলাদেশের জন্য অশনি সংকেতই।

বুধবার মিরপুরে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে একথা বলেন  লিপু। তিনি বলেন, আশা করি আগামীতে আমাদের খেলার মাধ্যমেই অনেক উত্তর বেরিয়ে আসবে। হ্যা, এটা খুব হতাশাজনক শুরু হলো। তবে আমরা ভালো কিছুর জন্যই আশা করছি। আমরা যদি সেরা ফর্মটা ফিরে পাই, আমি খুশি হব।

বিশ্বকাপের আগে নিজেদের ভুল সংশোধন করার জন্য খুব বেশি সময় নেই বাংলদেশ দলের। এই সিরিজের বাকি দুই ম্যাচেই ছন্দে ফিরতে হবে শান্তদের। সেকারণেই দ্রুত ভুল মেরামতের তাগাদা দিলেন লিপু। তিনি বলেন,এই সমস্ত জায়গা থেকে ভুলগুলো খুঁজে বের করে, আমার মনে হয় খুব দ্রুত ভুলগুলো মেরামত করতে হবে। আমাদের হাতে খুব বেশি সময় নেই।

ক্রীড়া ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button