fbpx
বাংলাদেশঅপরাধ

এমপি আজিম হত্যা: আদালতে ৩ আসামি, ১০ দিনের রিমান্ড চাইবে ডিবি

কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতার তিনজনকে আদালতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে পুলিশের ওয়ারী বিভাগের উপ-কমিশনার আব্দুল আহাদ।

তিনি বলেন, গোয়েন্দা পুলিশের একটি টিম আজ শুক্রবার দুপুরে সৈয়দ আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়াসহ গ্রেফতারকৃতদের ঢাকার আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করবে।

গোয়েন্দারা বলছেন, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা শিমুল ভূঁইয়া কলকাতায় হত্যাকাণ্ড ঘটাতে ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে নিজের নাম পরিবর্তন করে আমানুল্লাহ রাখেন একই নামে পাসপোর্ট নেন।

বাংলা টিভি / এমএএইচ

সংশ্লিষ্ট খবর

Back to top button