এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার মূল সমন্বয়কারী আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া হত্যার বিষয়ে লোমহর্ষক বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন, ‘জীবনে অনেক লোককে ধরে ধরে জবাইসহ নানাভাবে খুন করেছি। কিন্তু কখনো খুব একটা অনুশোচনা হয়নি। সংসদ-সদস্য আনারকে নৃশংসভাবে হত্যার পর তার মরদেহ কেটে টুকরো টুকরো করে অঙ্গপ্রত্যঙ্গ গুমের পর অন্যরকম অনুশোচনা এসেছে।
সম্প্রতি ঢাকায় ডিবির রিমান্ডে থাকা অবস্থায় এমন অনুশোচনার কথা জানিয়েছেন ডিবিকে শিমুল।
এদিকে এমপি আজিম হত্যার মূল সমন্বয়কারী আমানুল্লাহর দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকালের দিকে সঞ্জীবা গার্ডেনে অভিযান চালানো হয়। সেখানে সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয় সংসদ-সদস্যের দেহের টুকরো টুকরো কয়েক কেজি মাংস।
এর আগে ঢাকায় ডিবির রিমান্ডে থাকা আমানুল্লাহ খুনের শুরু থেকে লাশ গুম পর্যন্ত সব ঘটনা ছক এঁকে ডিবিকে লিখিতভাবে জানায় খুনের এ সমন্বয়ক।
ডিবিকে খুনের এই সমন্বয় জানান, এ অপরাধে যদি আমার ফাঁসি হয়, হোক। আমি সবই বলে দেব, কিছুই গোপন করব না।’
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দাপ্রধান মো. হারুন অর রশীদ বলেছেন, যে উদ্ধার মরদেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে, এর ডিএনএ পরীক্ষা করা হবে।
ডিএনএ টেস্ট ছাড়া নিশ্চিত করে বলা যাবে না যে উদ্ধার করা মাংসের টুকরোগুলো সংসদ-সদস্য আনারের।
মঙ্গলবার ডিবি হেফাজতে আমানুল্লাহ যেসব ঘটনা বর্ণনা করেছে, কোনোটিই মিথ্যা মনে হয়নি ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তাদের। তবে তথ্যগুলো খুবই স্পর্শকাতর। তাই এসব তথ্য অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সরবরাহ করা হয়েছে কলকাতায় অবস্থানররহ ডিবির টিমের কাছে। আমানুল্লাহর দেওয়া তথ্য তাৎক্ষণিকভাবে যাচাই করা হচ্ছে কলকাতায় গ্রেফতার জাহিদ ওরফে জিহাদের মাধ্যমে। সে অনুযায়ীই কলকাতার বিভিন্ন স্থানে চলছে ঢাকা ও কলকাতা পুলিশের যৌথ অভিযান।
বাংলা টিভি / এমএএইচ