fbpx
খেলাধুলাফুটবল

সবচেয়ে বেশি গোল কর্নেলিয়াসের, দেশিদের মধ্যে শীর্ষে রাকিব

প্রিমিয়ার লিগ ফুটবল

২০২২-২৩ মৌসুমের প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকার সেরা দশে প্রাধান্য বিদেশীদের। স্থানীয়দের মধ্যে আছেন কেবল নাইজেরিয়া থেকে বাংলাদেশের পার্সপোর্ট নেওয়া এলিটা কিংসলে আর রাকিব হোসেন ও রাব্বী হোসেন রাহুল।

অষ্টাদশ রাউন্ডের খেলা দিয়ে বুধবার শেষ হয়েছে এ মৌসুমের লিগ। টানা পঞ্চমবারের মতো শিরোপা জিতে ইতিহাস গড়েছে বসুন্ধরা কিংস। শেষ দিনে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে রানার্সআপ হয়েছে মোহামেডান।

সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে দারুণভাবে ছিলেন মোহামেডান অধিনায়ক সুলেমানে দিয়াবাতে। এই দৌড়ে বড় লাফটি তিনি দেন ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৮-০ গোলে জেতা ম্যাচে একাই পাঁচ গোল করে।

আবাহনীর বিপক্ষে দারুণ সুযোগও পেয়েছিলেন দিয়াবাতে, কিন্তু কাজে লাগাতে পারেননি। ১৭ গোল নিয়ে তিনি তালিকায় দ্বিতীয়। পাশাপাশি ৬টি অ্যাসিস্টও আছে মালির এই ফরোয়ার্ডের। ২০২২-২৩ মৌসুমের লিগেও দিয়াবাতে তালিকায় ছিলেন দ্বিতীয় স্থানে; ১৬ গোল নিয়ে।

শীর্ষে থাকা কর্নেলিয়াসের দল আবাহনী অবশ্য লিগে পায়নি প্রত্যাশিত ফল। তৃতীয় হয়ে শেষ করেছে তারা। তবে আকাশি-নীল জার্সিতে কর্নেলিয়াস নিজের কাজটি করে গেছেন দারুণভাবে। দুই হ্যাটট্রিকসহ ১৯ গোলের পাশাপাশি ৫টি অ্যাসিস্টও আছে তার নামের পাশে।

চ্যাম্পিয়ন কিংসের আক্রমণভাগে গত মৌসুমে দুর্বার ছিলেন দোরিয়েলতন গোমেস নাসিমেন্তো; ২০ গোল নিয়ে হয়েছিলেন সর্বোচ্চ গোলদাতা। এবার এই ব্রাজিলিয়ান পারেননি সেরাটা মেলে ধরতে। ১৪ গোল নিয়ে তালিকায় তৃতীয় স্থানে তিনি।

তালিকায় পরের অর্থাৎ চতুর্থ স্থানে রাকিব। জাতীয় দলের এই তারকা ফরোয়ার্ড জালের দেখা পেয়েছেন ৯বার। গত মৌসুমের চেয়ে এবার ৫ গোল বেশি করেছেন রাকিব।

তালিকার সেরা দশে দশম স্থানে থাকা রাহুল ও তার দল ব্রাদার্স ইউনিয়ন শিরোনামে ছিল দুইভাবে। গোপীবাগের দলটি এবার ছিল একেবারেই বিবর্ণ; টেবিলের তলানিতে থেকে অবনমন হয়ে গেছে তাদের।

তবে ব্রাদার্সের আক্রমণভাগে রাহুল ছিলেন উজ্জ্বল। ১৭ বছর বয়সী এই তরুণ ফরোয়ার্ড নিয়মিত ছিলেন ব্রাদার্সের আক্রমণভাগে। জালের দেখা পেয়েছেন ছয় ম্যাচে, একবার করে।

আবাহনীতে খেলা আরেক ব্রাজিলিয়ান জোনাথন ফের্নান্দেস অবশ্য মিডফিল্ডার। তবে মাঝমাঠ সামলে রাখার পাশাপাশি ছয় গোল করেছেন তিনি।

এবারও সবচেয়ে বেশি গোল দেওয়া দল বসুন্ধরা কিংস (৪৯টি)। তাদের গোলের সিংহভাগই ব্রাজিলিয়ানদের করা। দোরিয়েলতনের ১৪টি, রবসন দি সিলভা রবিনিয়োর ৭টি, মিগেল ফিগেইরা দামাশেনোর ৭টি মিলিয়ে ২৮টি গোল করেছেন এই তিন জন। তবে এই ব্রাজিলিয়ানদের ঝলকের মধ্যেই কর্নেলিয়ান, রাকিবরা আলাদাভাবে চিনিয়েছেন নিজেদের।

সংশ্লিষ্ট খবর

Back to top button