fbpx
আবহাওয়া

রাজধানীসহ দেশের সব বিভাগে বৃষ্টি হতে পারে আজ

রাজধানীসহ দেশের সব বিভাগেই আজ কম-বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। এছাড়া দেশের সব অঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (৩১ মে) সকাল ৯টায় আবহাওয়াবিদ মো: ওমর ফারুক স্বাক্ষরিত এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এ সময় বইতে পারে দমকা অথবা ঝড়ো হাওয়া। এছাড়া খুলনা ও বরিশাল বিভাগেরও দুএক জায়গায় বৃষ্টির আভাস রয়েছে।

এতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ ও ঢাকা বিভাগের পূর্বাংশ পর্যন্ত অগ্রসর হয়েছে। এই মৌসুমী বায়ু আরও অগ্রসর হতে পারে।

বাংলা টিভি / এমএএইচ

সংশ্লিষ্ট খবর

Back to top button