এবারের বাজেটের মাধ্যমে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে : কাদের
দুর্নীতিবাজদের ধরতে নতুন করে আইন করার দরকার নেই, যে আইন আছে সেটা দিয়েই ব্যবস্থা নেবে সরকার- জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন,দুর্নীতিবাজদের বিচার করার সাহস বিএনপির ছিল না, শেখ হাসিনার আছে। দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভায় তিনি এসব কথা বলেন।
রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নেতাদের সাথে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ,জেলা আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভা অনুষ্ঠিত হয়ে। এতে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এসময় তিনি বলেন, কাউকে সুযোগ দিতে এবারের বাজেট দেয়া হয়নি, এই বাজেটের মাধ্যমে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে। প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে বিএনপি নেতাদের মন্তব্যের কঠোর সমালোচনা করেন ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির বিরুদ্ধে বিএনপি কথা বলতে না পারলেও আওয়ামী লীগ সবসময় বিচার করেছে।
এসময় বিএনপির অগ্নিসন্ত্রাস ও ষড়যন্ত্র মোকাবেলায় আগামীতে দলীয় নেতাকর্মীদের আরও সজাগ থাকার নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
বাংলা টিভি / বুলবুল