fbpx
বাংলাদেশসরকার

প্রবাসীদের সেবায় ঢাকার বিমানবন্দরে শাটল বাস চালু

বিদেশ ফেরত যাত্রীদের লাগেজ পরিবহনের সংকট দূর করতে, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হলো বিআরটিসির শাটল বাস সেবা।

এর মাধ্যমে বিমানবন্দরের টার্মিনাল থেকে রেলস্টেশন ও বাসস্ট্যান্ডে যেতে পারবেন যাত্রীরা। শাটল বাসগুলো রেলস্টেশন ও বাসস্ট্যান্ড হয়ে বিমানবন্দর টার্মিনাল পর্যন্ত দিনভর ঘুরতে থাকবে।

বুধবার বিমানবন্দরে শাটল বাস সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  এসময় উপস্থিত ছিলেন, বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মোহাম্মাদ ফারুক খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সেতুমন্ত্রী বলেন, বিআরটিসি দিন দিন সেবাধর্মী সার্ভিসগুলোর দিকে এগিয়ে যাচ্ছে। বিমানবন্দরে দুইটি বাস দিয়ে এ শাটল সার্ভিস চালু হলো, পরবর্তীতে তা আরও বাড়ানো হবে।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারে জিরো টলারেন্স অবস্থানে রয়েছে।

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button