
বিদেশ ফেরত যাত্রীদের লাগেজ পরিবহনের সংকট দূর করতে, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হলো বিআরটিসির শাটল বাস সেবা।
এর মাধ্যমে বিমানবন্দরের টার্মিনাল থেকে রেলস্টেশন ও বাসস্ট্যান্ডে যেতে পারবেন যাত্রীরা। শাটল বাসগুলো রেলস্টেশন ও বাসস্ট্যান্ড হয়ে বিমানবন্দর টার্মিনাল পর্যন্ত দিনভর ঘুরতে থাকবে।
বুধবার বিমানবন্দরে শাটল বাস সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় উপস্থিত ছিলেন, বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মোহাম্মাদ ফারুক খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সেতুমন্ত্রী বলেন, বিআরটিসি দিন দিন সেবাধর্মী সার্ভিসগুলোর দিকে এগিয়ে যাচ্ছে। বিমানবন্দরে দুইটি বাস দিয়ে এ শাটল সার্ভিস চালু হলো, পরবর্তীতে তা আরও বাড়ানো হবে।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারে জিরো টলারেন্স অবস্থানে রয়েছে।
এসআর