fbpx
আবহাওয়া

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত, থাকবে সপ্তাহজুড়েই

মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় ও বঙ্গোপসাগর উত্তাল থাকায় সারা দেশে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যা আগামী পাঁচ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।  এ ছাড়া চলমান বৃষ্টিতে  ভোগান্তি বেড়েছে রাজধানীবাসির। প্রবল বৃষ্টিতে মূল সড়কে জলাবদ্ধতাসহ নানা ভোগান্তি।

বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বেশ কয়েকদিন ধরে সারা দেশে বৃষ্টিপাত বেড়েছে। এ ছাড়া বঙ্গোপসাগরে দমকা হাওয়ার কারণে চট্টগ্রাম,কক্সবাজার,মোংলা ও পায়রাসহ সব নদীবন্দরকে  দেখানো হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে,মৌসুমি বায়ুর প্রভাবে ফলে রাজধানীসহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। যা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে।

এদিকে, সকাল থেকে রাজধানীর আকাশে কিছুটা রোদ থাকলেও দুপুর থেকে নামে মুশলধারায় বৃষ্টি। এমন বৃষ্টি তীব্র যানজটে নাকাল হয় অফিসগামি মানুষ। টানা বৃষ্টির কারণে রাজধানীর বেশির ভাগ রাস্তায় পানি জমে নগরবাসির ভোগান্তি বাড়ে বহুগুন।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button